নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। এই পরীক্ষা দেশটির সামরিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বে মাত্র কয়েকটি দেশের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। এর মধ্যে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার সেই তালিকায় যোগ হলো ভারতের নাম।
শনিবার (১৬ নভেম্বর) ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। রোববার (১৭ নভেম্বর) সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরণের পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে ও ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এই ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। বিবৃতিতে আরও বলা হয়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি সবগুলো বাহিনী তথা ভারতের সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সবাই ব্যবহার করতে পারবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষাকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে দিয়েই ভারত নতুন মাইলফলক ছুঁয়েছে। এটি ভারতকে এমন এক বিশেষ গোষ্ঠীতে স্থান দিয়েছে যারা এ ধরনের গুরুত্বপূর্ণ ও উন্নত প্রযুক্তি ধারণ করে।