ভারত

নৌকার সঙ্গে সাবমেরিনের ধাক্কা, দুই জেলে নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৪, ১৮:৪৪

মাছ ধরার একটি নৌকার সঙ্গে ভারতের নৌবাহিনীর একটি সাবমেরিনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন। গোয়া উপকূলের কাছে ঘটনাটি ঘটেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এই দুর্ঘটনার খবর। জানা গেছে, মারথোমা নামের জেলেদের একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগার পরই সেটি দুর্ঘটনারকবলে পড়ে। নৌকায় থাকা জেলেরা উত্তাল সমুদ্রে পড়ে যান।
এই দুর্ঘটনার পরই নৌসেনারা উদ্ধারকাজ শুরু করে। ১১ জেলেকে দুর্ঘটনার পর পরই উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি দুই জেলের এখনো খোঁজ মেলেনি। ওই দু’জনের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে নৌসেনা।
তাছাড়া কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে। দেশটির উপকূলরক্ষী বাহিনীও উদ্ধারকাজে নেমেছে। বাহিনীর একটি নজরদারি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে নিখোঁজদের সন্ধানে।
এ ছাড়াও নৌবাহিনীর ছ’টি জাহাজও উদ্ধারকাজে নেমেছে। এই ধাক্কার ঘটনায় সাবমেরিনের কোনো ক্ষতি হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।