১৪৪ ধারা উপেক্ষা করেই বিক্ষোভের প্রস্তুতি ইমরান সমর্থকদের

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ২২:২২

কারাবন্দি অবস্থায়ই বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। পরিস্থিতি বেগতিক দেখে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু ইমরানের ডাকে ১৪৪ ধারা উপেক্ষা করেই রোববার (২৪ নভেম্বর) ইসলামাবাদ অভিমুখে লংমার্চে যাচ্ছেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রোববার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা রয়েছে। এদিনই বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে পিটিআই।
এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, বিশৃঙ্খলা এড়াতে দেশে কোনো ধরনের বিক্ষোভ কিংবা অবস্থান ধর্মঘটের অনুমতি দেওয়া হবে না। এরই মধ্যে ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ অর্থাৎ ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে রাখা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া শহরটির বেশ কয়েকটি রাস্তায় বেরিক্যাড দেওয়ার জন্য হাজার হাজার কন্টেইনার আনতে দেখা গেছে। পাকিস্তানের জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ জানিয়েছে, এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গত ১৩ নভেম্বর পাকিস্তানে কারাগারে থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন-সংক্রান্ত সংবিধানের ২৬তম সংশোধনী প্রত্যাহার এবং বিনা বিচারে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানিয়েছে পিটিআই।
শনিবার (২৩ নভেম্বর) ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বলেন, ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলে ও তিনি জনগণকে নির্দেশনা দিলে তবেই বিক্ষোভের তারিখ পরিবর্তন করা যেতে পারে।
এদিকে পিটিআইয়ের সমাবেশের আগে জঙ্গি হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি (ন্যাক্টা) কর্তৃপক্ষ। এদিন দেশের বড় বড় শহরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।