ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদনখাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।
তবে ভারত এখনো দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। কারণ চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমকি ৬ শতাংশ।
এর আগে ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়ে ছিল ৪ দশমিক ৩ শতাংশ।
দেশটির গ্রোস ভ্যালু অ্যাডেড হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ৬ দশমিক ৮ শতাংশ।
জুলাই-সেপ্টেম্বর প্রন্তিকে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ, যা আগের ২ শতাংশ থেকে বেশি। তবে উৎপাদনখাতের প্রবৃদ্ধি আগের প্রান্তিকের ৭ শতাংশ থেকে কমে ২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে।