ঢাকা সফরে যেতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব

ডেস্ক রিপোর্ট
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫

ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আলোচনার জন্য বাংলাদেশ সফরে যেতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। আগামী সপ্তাহেই এ সফর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হতে পারে ভারত সরকারের জ্যেষ্ঠ কোনও কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে আলোচনার জন্য বাংলাদেশে সফর করবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এ সফরের বিষয়ে কোনও ঘোষণা দেয়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস