গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর কয়েকদিন পরেই দেশ দুইটির মধ্যে এই যুদ্ধ এক বছরে গড়ছে। এর আগে আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন পুতিন। খবর বিবিসি, সিএনএন।
ভাষণে পুতিন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে এই যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে- এমন ভুল ধারণা নিয়ে তারা এটি করছে।
পুতিন বলেন, পশ্চিমারা স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংঘাতে পরিণত করার চেষ্টা করছে এবং এর উপযুক্ত জবাব আমরা দিব। আমরা আমাদের দেশের অস্তিত্বের কথা বলছি।
পুতিন আরও বলেছেন, ধাপে ধাপে আমরা সাবধানে ও পদ্ধতিগতভাবে আমাদের মুখোমুখি হওয়া লক্ষ্যগুলি সমাধান করব।
এদিকে পুতিনের এই ভাষণের আগে গতকাল সোমবার কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমারা বাইডেনের এই সফরকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন। কিয়েভে বাইডেন ইউক্রেনকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।