স্ত্রীকে বাঁচাতে ভালুকের ওপর ঝাঁপিয়ে পড়লেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮

স্ত্রীকে বাঁচাতে মেরু ভালুকের ওপর ঝাঁপিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। কানাডার অন্টারিও প্রদেশে ঘটেছে এমন ঘটনা।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ফোর্ট সেভার্ন শহরের এক দম্পতি তাদের কুকুর খোঁজার জন্য স্থানীয় সময় ভোর ৫টার আগে বাড়ি থেকে বের হন।
আক্রান্ত নারী বলেন, ভালুকটি এগিয়ে এলে আমার স্বামী আক্রমণ ঠেকাতে ঝাঁপিয়ে পড়ে এবং ধস্তাধস্তি শুরু হয়। আমিও মাটিতে লুটিয়ে পড়ি। আমার স্বামীর হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, লোকটি যখন প্রাণীটির সাথে ধস্তাধস্তি করছিল, এক প্রতিবেশী আগ্নেয়াস্ত্র নিয়ে এগিয়ে যান। এ সময় ভালুকটিকে বেশ কয়েকবার গুলি করেন। ভালুকটি নিকটবর্তী একটি জঙ্গলে ফিরে গিয়ে আঘাতের কারণে মারা যায়।
গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ কর্মকর্তারা মৃত মেরু ভালুকটিকে খুঁজে পেয়েছেন বলে জানানো হয়েছে।
পুলিশের এক মুখপাত্র সিএনএন অধিভুক্ত সিটিভি নিউজকে বলেন, ওই এলাকায় মেরু ভালুকের দেখা পাওয়া সাধারণ ঘটনা হলেও হামলা বিরল, তবে অপ্রত্যাশিত নয়।
পোলার বিয়ার্স ইন্টারন্যাশনালের স্টাফ সায়েন্টিস্ট অ্যালিসা ম্যাককাল বলেন, উপসাগরের চারপাশের মেরু ভালুকগুলো সমুদ্রের বরফের উপর থাকা অবস্থায় সিল শিকার করতে পছন্দ করে। কিন্তু যখন বরফ ভেঙে যায়, যা এই বছর দক্ষিণ হাডসন উপসাগরে স্বাভাবিকভাবে আগে ঘটেছিল, তখন তারা খাবারের সন্ধানে লোকালয়ে চলে যায়।
তিনি বলেন, ভাল্লুকটি হয়তো স্বাভাবিকের চেয়ে একটু বেশি ক্ষুধার্ত ছিল।