বায়ুদূষণ, থাইল্যান্ডে হাসপাতালে প্রায় দুই লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ মার্চ ২০২৩, ১৩:৩৩

চলতি সপ্তাহে বায়ুদূষণ জনিত অসুস্থতার কারণে থাইল্যান্ডে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় দুই লাখ মানুষ। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে। 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১ কোটি ১০ লাখ মানুষের বাস। বিশ্বের নানা প্রান্তের পর্যটকরাও সেখানে ছুটে যান প্রতিদিন। তবে কয়েকদিন ধরে যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত হলদে-ধূসর ধোঁয়ার চাদরে।
থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ বায়ুদূষণ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে চলতি সপ্তাহেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় দুই লাখ মানুষকে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় শিশু ও অন্তঃসত্তা নারীদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর কেউ বাইরে গেলে তাদের অবশ্যই উচ্চমান সম্পন্ন এন৯৫ মাস্ক পরতে বলা হয়েছে।
জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুর দিকে আরও একবার বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্যাংকক শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থেকে কাজ করতে উৎসাহ দিয়েছে।
সূত্র: এএফপি