কানাডায় বাড়ছে স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়া। দেশটির প্রতি ২০ মৃত্যুর একটি হচ্ছে স্বেচ্ছামৃত্যু।কানাডার সরকারের প্রকাশিত হিসেবের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২০১৬ সালে এই প্রক্রিয়া আইনগতভাবে বৈধ হওয়ার পর কানাডা পঞ্চম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে প্রথমবারের মতো ইউথেনেশিয়া চাওয়া ব্যক্তিদের জাতিগত পরিচয় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালে কানাডায় প্রায় ১৫ হাজার ৩০০ জন ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন, যা দেশটির মোট মৃত্যুর ৪ দশমিক ৭ শতাংশ।
এখন শুধুমাত্র শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিতের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ রয়েছে। কানাডার আইনপ্রণেতারা ২০২৭ সালের মধ্যে মানসিক অসুস্থদের জন্যও এই প্রক্রিয়ার বৈধতা দেওয়ার পরিকল্পনা করছেন।
বিশ্বের খুব অল্প দেশ ইউথেনেশিয়ার বৈধতা দিয়েছে। কানাডা ছাড়াও তার মধ্যে আছে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, স্পেন ও অস্ট্রিয়া।