৩০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি যুক্তরাজ্যে

খাদ্য, আসবাবপত্রসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি
ডেস্ক রিপোর্ট
  ১৪ এপ্রিল ২০২২, ২০:৩৮

মূল্যস্ফীতি মার্চে গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে বার্ষিক মূল্যস্ফীতির হার ফেব্রুয়ারি মাসের ৬ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে মার্চে ৭ শতাংশ হয়েছে। দেশটিতে ১৯৯২ সালের মার্চের পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতির হার।
বার্তা সংস্থা রয়টার্স দেশটির অর্থনীতিবিদদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে। সমীক্ষার ফল অনুযায়ী, বেশিরভাগ অর্থনীতিবিদের জানিয়েছেন, এই হার অপ্রত্যাশিত ও নজিরবিহীন।
বিশ্লেষকদের মতে, খাদ্য, আসবাবপত্রসহ আরও অসংখ্য পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রভাবে মূল্যস্ফীতির হার বেড়েছে।
যুক্তরাজ্যের বাজেট পূর্বাভাষ সংস্থাগুলোর মতে, ১৯৫০ সালের পর এবারই প্রথম যুক্তরাজ্যের বাসিন্দারা দৈনন্দিন জীবন যাপনের খরচ মেটাতে এতটা সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা আরও জানান, মূল্যস্ফীতির উচ্চ হার সরকারের জন্য অশনি সংকেত।
ব্রিটেনের মূল্যস্ফীতির হার গত এক বছর ধরেই নজিরবিহীনভাবে বেড়েছে। মূলত জ্বালানি খরচ বেড়ে যাওয়া ও মহামারির সময় সাপ্লাই চেইন সংক্রান্ত জটিলতার কারণে যুক্তরাজ্যসহ বিশ্বের বেশিরভাগ উন্নত দেশের অর্থনীতিকে একই ধারায় চলতে দেখা গেছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর জ্বালানির খরচ আরও অনেক বেড়েছে। গত মাসে ব্রিটেনের বাজেটের দায়িত্বে থাকা সরকারি দপ্তর পূর্বাভাষ দিয়েছে, ২০২২ এর শেষ প্রান্তিকে মূল্যস্ফীতির হার বেড়ে ৮ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে, যা হবে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।
মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যাওয়ার পূর্বলক্ষণ হিসেবে উৎপাদকরা তাদের পণ্যের দাম গত ১২ মাসে (মার্চ পর্যন্ত) ১১ দশমিক ৯ শতাংশ বাড়িয়েছেন। এর আগে সর্বশেষ এরকম ঘটনা ঘটেছে ২০০৮ এর সেপ্টেম্বরে।
একই সময়ে, উৎপাদকদের ব্যবহৃত কাঁচামালের খরচ ১৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। ১৯৯৭ সাল থেকে এ সংক্রান্ত নথি সংরক্ষণের পর এটাই সর্বোচ্চ বৃদ্ধি। সূত্র: রয়টার্স