ঘূর্ণিঝড় ‘চিডো’র আঘাতে লণ্ডভণ্ড ফ্রান্সের মায়োট দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:০৭

ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দ্বীপটি কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে। আর এতে করে হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 
আজ সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় চিডো ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটি। এর ফলে মায়োটের ৩ লাখ ২০ হাজার মানুষ খাদ্য ও পানি এবং আশ্রয়স্থলের তীব্র সংকটের সম্মুখীন হয়েছেন।  
মায়োটের রাজধানীর মামুদজুর এক বাসিন্দা বলেন, ‘আমরা তিন দিন ধরে কোনো পানি পাচ্ছি না। তাই অনেক সমস্যা দেখা দিচ্ছে। বেঁচে থাকার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কারণ, আমরা জানি না আবার কখন পানি ফিরে পাবো।’
রাজধানীর আরেক বাসিন্দা জন ব্যালোজ জানান, তিনি বেশ অবাক হয়েছেন। কারণ, ঘূর্ণিঝড়ে আটকে পরেও তিনি এখনো বেঁচে আছে। 
তিনি বলেন, ‘এতো জোরে বাতাস প্রবাহিত হচ্ছিলো, যে আমি প্রচণ্ড ভয়ে পেয়ে সাহায্যের জন্য চিংকার করতে থাকি কারণ সে সময় আমার মনে হচ্ছিলো আমার মৃত্যু নিশ্চিত।’ 
দ্বীপটির গভর্নর ফ্রাঁসোয়া জেভিয়ের বিউভিল বলেন, প্রলয়ংকরী এই ঘূর্ণিঝড়ে মৃত্যের সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে। চিডোর আঘাতের ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দ্বীপটি। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে।