চীনের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ এপ্রিল ২০২৩, ১২:৪৬

যুক্তরাষ্ট্রে চীনের গোপন ‍পুলিশ স্টেশন চালানোর অভিযোগ উঠেছে। এ জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্কে বসবাসরত দুইব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার ফেডারেল প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করে।
এছাড়া যুক্তরাষ্ট্রে চীনের ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করে ভয় দেখানোর কারণে পলাতক আরও ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্সের
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- ব্রঙ্কসের লু জিয়ানওয়াং (৬১) এবং ম্যানহাটনের চেন জিনপিং (৫৯)।
ব্রুকলিনের চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের (এমপিএস) প্রসিকিউটররা বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে চীনের এজেন্ট হিসেবে গুপ্তচরবৃত্তি এবং ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।’
সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ ওলসেন একটি বিবৃতিতে বলেছেন, ‘নিউইয়র্ক সিটির মাঝখানে একটি গোপন পুলিশ স্টেশন স্থাপন করে চীন সরকার আমাদের দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন প্রকাশ করেছে।’
লু এবং চেন দুইজনই মার্কিন নাগরিক। তারা চীনের ফুজিয়ান প্রদের একটি এনজিও পরিচালনা করেন।
বেইজিংয়ের জননিরাপত্তা মন্ত্রণালয়ের (এমপিএস) জন্য তারা প্রথম বিদেশী পুলিশ স্টেশন স্থাপনে চীনকে সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে।
দুই অভিযুক্ত চীনা পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্যান্য ৪০ জন চীনা জাতীয় পুলিশ কর্মকর্তাকে মার্কিন ভিত্তিক ভিন্নমতাবলম্বীদের উপর গুপ্তচরবৃত্তি করার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
বিশ্বের অন্তত ২১টি দেশে চীনের গোপন পুলিশ স্টেশন রয়েছে। পাঁচটি মহাদেশে ছড়িয়ে থাকা ২১টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। আর এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।