উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, নববর্ষ উপলক্ষে একটি চিঠিতে কিম তার ‘প্রিয় বন্ধু এবং কমরেড’ পুতিন, রাশিয়ান জনগণ এবং রাশিয়ান সামরিক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।
কিম পুতিনকে তার দায়িত্বশীল ও কঠিন রাষ্ট্রীয় নেতৃত্বের কার্যক্রম এবং রাশিয়ান জনগণের সমৃদ্ধি, মঙ্গল ও সুখে ‘বৃহত্তর সাফল্য’ কামনা করেছেন বলে কেসিএনএ জানিয়েছে। খবর আল জাজিরার।
কেসিএএ’র প্রতিবেদনে আরো বলা হয়েছে, চিঠিতে কিম আরো লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে।
এ ছাড়া চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, উত্তর কোরিয়া আশা করে, ২০২৫ সালে নব্য-নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পুতিন প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন, ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু করাটা রাশিয়ান ভাষাভাষীদের ‘নব্য-নাৎসি একনায়কত্ব’ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ছিল।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।
চলতি বছরের জুন মাসে পুতিন দুই দশকের মধ্যে প্রথম উত্তর কোরিয়া সফর করেন। এসময় দেশ দুটি একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।
দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, পিয়ংইয়ং তখন থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীকে সহায়তা করার জন্য ১০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে।