রাশিয়ার টারভার শহরের অ্যারোস্পেস ডিফেন্স ফোর্সের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছ রুশ সংবাদসংস্থা তাস। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে তাস জানায়, আমরা এই মুহুর্তে সাতজনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় জরুরী পরিষেবা কর্মীরা জানিয়েছে, এ অগ্নিকাণ্ড মোট ২ হাজার ৫০০ বর্গমিটার এলাকা গ্রাস করেছে। আগুন নিয়ন্ত্রণ করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমআই-8 হেলিকপ্টার ১০ ট্যাঙ্ক পানি ঢেলেছিল।
প্রাথমিক অবস্থায় ধোঁয়ার কারণে প্রথমে কয়েকজন আহত হয়ে পড়ে। তারপর আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ায় কয়েকজন আহত হয়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ভবনে দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে এবং ১ হাজার বর্গমিটার এলাকা গ্রাস করে। ঘটনার পেছনে কারণ হিসেবে শর্ট সার্কিট ব্যর্থতা উল্লেখ করা হয়েছিল।