ইউক্রেনে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তৃতীয় দিনের মধ্যে ভোরের আগে এটি ইউক্রেনে রাশিয়ার দ্বিতীয় দফায় হামলা। আজ সোমবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি বলছে, খেরসন অঞ্চলে হামলায় এখন পর্যন্ত অন্তত একজন নিহত হয়েছে। সেইসঙ্গে হামলায় তিন শিশুসহ ২৫ জন দিনিপ্রপেত্রভস্কে আহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার ছোড়া ১৮ টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ভূপাতিত করেছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
রুশ নিযুক্ত এক কর্মকর্তা বলেন, দিনিপ্রোর কাছে পাভলোরাদ শহর হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল। ভ্লাদিমির রজভ বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেন, রেলওয়ে স্থাপনা এবং জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ছিল।
হামলায় ১৯ টি সুউচ্চ অ্যাপার্টমেন্ট ব্লক, ২৫ টি প্রাইভেট বাড়ি, ছয়টি স্কুল, কিন্ডারগার্টেন এবং পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রপেত্রভস্কের সামরিক প্রশাসন একে বেদনাদায়ক রাত ও সকাল হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে গত শুক্রবার ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেদিনের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। শুধু ইউক্রেনের উমান শহরেই নিহত হন ২৩ জন।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৩২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে কিন্তু যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।