অস্ট্রেলিয়ার সাগরপাড়ে রহস্যময় বস্তু, সৈকত বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:০৮

অস্ট্রেলিয়ার শহর সিডনির নয়টি সমুদ্র সৈকতে বেড়াতে আসার জন্য সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সাগরের ঢেউয়ের সঙ্গে সৈকতে ছোট ছোট সাদা ও ধূসর বলের মতো অজানা কিছু বস্তু ভেসে এলে মঙ্গলবার (১৪ জানুয়ারি) আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকত পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, অজানা বস্তুগুলোর বেশিরভাগই মার্বেল আকৃতির। কয়েকটি অবশ্য আকারে কিছুটা বড়। এগুলো নিরাপদে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত অক্টোবরে সিডনির বনডিসহ একাধিক সৈকতে হাজারো কালো বল ভেসে আসে। কর্তৃপক্ষের পরীক্ষায় পরবর্তীতে প্রমাণিত হয়, এগুলোতে ফ্যাটি অ্যাসিড, প্রসাধনী ও পরিষ্কারক দ্রব্যে ব্যবহৃত রাসায়নিক, চুল, খাদ্যবর্জ্য ও বর্জ্যপানির সঙ্গে যুক্ত অন্যান্য উপাদানের মিশ্রণ রয়েছে।
সোনালি বালু ও নীল জলরাশির জন্য সিডনির সমুদ্র সৈকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় করেন। এখন সেখানে চলছিল গ্রীষ্মকালীন ছুটি, ফলে দর্শনার্থীদের আনাগোনাও হয়েছিল বেশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাষ্ট্রীয় পরিবেশ অধিদফতরের সঙ্গে যৌথভাবে রহস্যময় বস্তুগুলো সংগ্রহ ও বিশ্লেষণে কাজ করছে তারা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সমুদ্রে স্নান প্রত্যাশীদের ম্যানলি, ডিই হোয়াই, লং রীফ, কুইনসক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ কার্ল কার্ল, সাউদ কার্ল কার্ল, নর্থ স্টেইনি ও নর্থ ন্যারাবীন সৈকত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।