বাণিজ্য যুদ্ধ

শিল্প প্লাস্টিকে যুক্তরাষ্ট্র-ইউরোপের ওপর শুল্ক আরোপ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ২২:২৯

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও তাইওয়ান থেকে আমদানি করা শিল্প প্লাস্টিকের ওপর সাময়িকভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। এর আগে কয়েক মাস ধরে অ্যান্টি ডাম্পিং তদন্ত চালায় দেশটি।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শিল্প প্লাস্টিক আমদানিতে শুল্কের হার ৩ দশমিক ৮ শতাংশ থেকে ৭৪ দশমিক ৯ শতাংশ হতে পারে। তবে এই শুল্ক হার মূলত দেশ ও কোম্পানির ওপর নির্ভর করছে। যা ২৪ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ বিষয়ে গত বছরের মে মাসে তদন্ত শুরু করে চীন। কারণ ওই সপ্তাহেই চীন থেকে আমদানি করা বৈদ্যুুতিক গাড়ির ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চীন থেকে স্টিল আমদানির ওপর তদন্ত শুরু করে।
চীন এমন এক সময় এই শুল্ক আরোপের ঘোষণা দিলো যখন ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে যেতে আরও মাত্র কয়েক দিন বাকি আছে। আশঙ্কা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পরই চীনের ওপর কঠোর পদক্ষেপ নিতে পারেন।
বলা হয়েছে, চীন সবচেয়ে বেশি শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন কোম্পানিগুলোর ওপর। ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলো ৪২ শতাংশ শুল্কের মুখোমুখি হতে পারে। তাছাড়া জাপান ও তাইওয়ানের কোম্পানিগুলোর ওপর যথাক্রমে ৩২ দশমিক ৬ ও ৪৩ দশমিক ৭ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সূত্র: নিক্কেই এশিয়া