হামাস পরিচালিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়। কিন্তু ‘প্রযুক্তিগত কারণে’ জিম্মিদের তালিকা পাঠাতে বিলম্ব হওয়ায় ইসরায়েলি বাহিনী আবার হামলা শুরু করেছে। এতে হামলা শুরুর প্রথম এক ঘণ্টায় ১০ জন নিহত হয়েছে।
হামাস চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে দাবি করে রবিবার সকাল সাড়ে ৮টার পর থেকে আবার বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে এই ১০ জন নিহত হয়। নিহতদের মধ্যে গাজা সিটিতে ছয়জন, উত্তরে তিনজন এবং রাফায় একজন নিহত হয়। আহত হয়েছে আরো ২৫ জন।
রাফাহ থেকে সংগৃহীত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা স্ট্রিপের দক্ষিণে লোকজন ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে যাচ্ছে।
কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের সতর্ক করেছে যে তারা যেন বাফার জোন বা ইসরায়েলি সামরিক ঘাঁটি অথবা অবকাঠামোর কাছে না যায়।