শেখ হাসিনার জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাকায় ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ কথা জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সফর করছেন।
শেখ হাসিনার জন্য পাঠানো ফুলের ছবি প্রকাশ করে ভারতীয় হাইকমিশন ফেসবুকে লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।