অধিকৃত পশ্চিম তীরে হেলিকপ্টার সহযোগে অভিযান চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। জেনিন শহরে পরিচালিত মঙ্গলবারের (২১ জানুয়ারি) ওই অভিযানে অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য পরিষেবার তরফ থেকে জানানো হয়, ইসরায়েলি অভিযানে অন্তত নয় ফিলিস্তিনি নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। গভীর রাত পর্যন্ত অভিযান অব্যাহত থেকেছে। আগের সপ্তাহে জেনিন শরণার্থী শিবিরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছিলেন।
ওই হামলাকে বৃহৎ পরিসরের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যেখানেই ইরানি অক্ষ তার প্রভাব বিস্তার করবে, সেখানেই পরিকল্পিতভাবে ও দৃঢ়টার সঙ্গে আমরা অভিযান চালাবো। হতে পারে সেটা গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন অথবা জুদেয়া ও সামারিয়া (পশ্চিম তীর)।
গাজা যুদ্ধবিরতি কার্যকরের মাত্র দুদিন পরেই পশ্চিম তীরে অভিযান চালালো ইসরায়েল।
হোয়াইট হাউজে ক্ষমতা নিয়েই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রামে হামলাকারী উগ্র জাতীয়তাবাদী ইসরায়েলি সেটেলারদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেদিনই সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল তেল আবিব।
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন করার মূল দায়িত্বে আছেন দেশটির কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ। পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অভিযানের বিষয়ে স্মটরিচ বলেছেন, সশস্ত্র গোষ্ঠীর হুমকি থেকে পশ্চিম তীরের বসতি ও ইসরায়েলি সেটেলারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে একটি ক্যাম্পেইন কেবল শুরু হলো।
ইসরায়েল জানিয়েছে, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে জেনিনে একটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জেনিন শরণার্থী শিবিরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা চেষ্টার সময় এই অভিযান শুরু হলো। সেখানে হামাস ও ইসলামিক জিহাদের মতো ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর উপস্থিতি রয়েছে।
অভিযান শুরুর পরই শরণার্থী শিবির থেকে পিছু হটতে থাকে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজে গোলাগুলির প্রবল আওয়াজ পাওয়া গেছে।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি ও সাত লাখ ইসরায়েলি সেটেলারের বাস। ১৯৬৭ সালের যুদ্ধে ওই ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। বিশ্বের অধিকাংশ দেশ এই দখলকে অবৈধ বললেও ইতিহাস ও বাইবেলের যুক্তি দিয়ে নিজেদের কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করে থাকে ইসরায়েল।