পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রদেশের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানান, আলফালাহ রোডের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়। সে মিছিলে যোগ দিতে মানুষ জড়ো হলে সেখানে এ বোমা বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানি এই কর্মকর্তা আরও বলেন, উপ-পুলিশ কমিশনার (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। ওই সময় তিনি ঘটনাস্থলে পাশেই ছিলেন।
বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সূত্র: ডন