ওমরাহযাত্রীর বেশধারী ১৬ পাকিস্তানি ভিক্ষুককে বিমানবন্দরে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৩, ১৩:১০

সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে ওমরাহযাত্রীর ছদ্মবেশধারী অন্তত ১৬ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়েছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। দুই দিন আগে পাঞ্জাবের মুলতান বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। খবর ডনের।
এফআইএ জানিয়েছে, ১৬ জনের মধ্যে একজন শিশুও ছিল। সেইসঙ্গে ছিল ১১ জন নারী এবং চারজন পুরুষ। তারা ওমরাহ ভিসায় সৌদি যাচ্ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন প্রক্রিয়া সময় এফআইএ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা স্বীকার করেছেন যে, ভিক্ষার করার উদ্দেশ্যে তারা সৌদি আরবে যাচ্ছিলেন। 
১৬ জনের এই দল জানিয়েছে, সৌদিতে তাদের ভিক্ষা থেকে উপার্জনের অর্ধেক টাকা ভ্রমণ এজেন্টদের দিতে হবে। সেইসঙ্গে ওমরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের পাকিস্তানে ফিরতে হবে। 
পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ ও আইনী পদক্ষেপ নেওয়ার জন্য ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডন। 
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার জানান, ‘বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ ভাগই পাকিস্তান বংশোদ্ভূত।’ এরপরেই দেশটি ভিক্ষকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।