ইউক্রেনে শেষকৃত্যে বিমান হামলায় নিহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৩, ১১:৪৫

ইউক্রেনে এক শেষকৃত্য অনুষ্ঠানে রুশ বিমান হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। শুধু বেসামরিক ছিলেন।
খারকিভের স্থানীয় প্রধান ওলেহ সিনেহুবোভ এই হামলাকে ‘রক্তাক্ত অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিহত সবাই ওই গ্রামের বাসিন্দা। তিনি বলেন, গ্রামের ২০ শতাংশ মানুষ এই সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহর ক্লাইমেঙ্কো বলেন, গ্রামের প্রায় সবগুলো বাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই ঘটনাকে পাশবিক হামলা বলাও ভুল হবে, কারণ এতে করে পশুদের অসম্মান করা হবে। তিনি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছা করেই গ্রামের সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে।