জোটের মহাসচিব মার্ক রুটে

ইউরোপকে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে 

ডেস্ক রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৭

ন্যাটো জোটভুক্ত ইউরোপের দেশগুলোকে তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় বিপুল পরিমাণে বাড়ানোর তাগিদ দিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে। গতকাল বুধবার ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন তিনি। মার্ক রুটে বলেন, ‘নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে আমাদের আরও অনেক কিছু করতে হবে। এ খাতে যে ব্যয়ের বোঝা, তার ভাগাভাগি যেন আরও ন্যায়সংগত হয়।’
এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য অব্যাহতভাবে তাগিদ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত মাসেই এই জোটকে ‘অচল’ হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, জোটের অন্য সদস্যরা ঠিকমতো তহবিল না দেওয়ায় এই চাপ গিয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ওপর। কিন্তু ওয়াশিংটন আর এই বাড়তি চাপ বহনে রাজি নয়। ন্যাটো তথা ইউরোপের দেশগুলোকেই তাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।