তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান 

মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাবনিকাশ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ‘জায়নবাদীদের মিথ্যার’ আড়ালে রাখছেন। এতে মধ্যপ্রাচ্য সংকট আরো বৃদ্ধি পাবে। গাজা উপত্যাকার কমপক্ষে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে দিয়ে তা দখল করার হুমকি দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেইরা বানানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এ পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। তারা আরো বলেছে, গাজায় ইসরাইল যা করছে তা গণহত্যা।
এ জন্য ইসরাইলি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এরদোগান বলেছেন- দুর্ভাগ্যজনক হলো আমাদের এ অঞ্চল নিয়ে ভুল হিসাব করছে যুক্তরাষ্ট্র। একটি অঞ্চলের ইতিহাস, মূল্যবোধকে অসম্মান জানানো কারো উচিত নয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর থেকে ফেরার পথে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এরদোগান আরো বলেন, নতুন সংঘাত সৃষ্টির চেয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা করেন এরদোগান।