বেঁচে আছেন অমর্ত্য সেন!

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৩, ১৯:০৬

সুস্থ আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জানালেন তার মেয়ে নন্দনা দেব সেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নন্দনা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। তার বাবা সুস্থ আছেন।
মঙ্গলবার সন্ধ্যার আগে আচমকাই ছড়িয়ে পড়ে, অমর্ত্য প্রয়াত। সেই খবরের ‘সূত্র’ ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তার ‘এক্স’ হ্যান্ডল থেকে বলা হয়, ‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রথমে অমর্ত্য সেনের মৃত্যুর খবর নিশ্চিত করে। কিন্তু পরে আবার তারাই এক্সে লেখে, ‘অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ক্লডিয়া গোল্ডিন টুইট করেছেন অমর্ত্য সেন কয়েক মিনিট আগে মারা গেছেন। কিন্তু গোল্ডিনের অ্যাকাউন্টটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। সেনের মেয়ে নিশ্চিত করেছেন যে তার বাবা বেঁচে আছেন এবং ভালো আছেন।’
নন্দনা সেন জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত বাবার সঙ্গেই কাটিয়েছেন তিনি। নন্দনা বলেন, ‘আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।’
নিউ ইয়র্কে থাকা নন্দনা সঙ্গের যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, অমর্ত্য ভাল রয়েছেন। তিনি বস্টনে রয়েছেন। এই গুজব ছড়ানো বন্ধ হোক। গত সপ্তাহটা আমরা বাবার সঙ্গেই ছিলাম। তার সঙ্গেই কাটিয়েছি। তিনি একেবারেই সু্স্থ আছেন। প্রাণশক্তিতে ভরপুর রয়েছেন। নিজের নতুন বই নিয়ে ব্যস্ত রয়েছেন।’