ইউক্রেন সংঘাতের শুরু নিয়ে বিভ্রান্তিকর দাবি করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই সঙ্গে মিনস্ক চুক্তির ব্যর্থতা নিয়ে রাশিয়াকে দায়ী করার জন্য ম্যাক্রোঁর সমালোচনা করেন তিনি।
বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অংশ দোনেৎস্ক ও লুগানস্কে সংঘাত বন্ধ করার বিষয়ে ২০১৪ ও ২০১৫ সালে চুক্তিগুলো সই হয়েছিল। চুক্তির নিশ্চয়তা দিয়েছিল ছিল ফ্রান্স ও জার্মানি। শেষ পর্যন্ত চুক্তগুলো বাস্তবায়িত হয়নি।
বুধবার এক টেলিভিশন ভাষণে ম্যাক্রোঁ রাশিয়াকে চুক্তি লঙ্ঘনের জন্য দোষারোপ করেন। তিনি রাশিয়াকে সমগ্র ইউরোপের জন্য সরাসরি হুমকি বলে বর্ণনা করেন।
জাখারোভা ম্যাক্রোঁর মন্তব্যকে 'আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক' বলে নিন্দা করেন। তিনি বলেন, প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ২০২২ সালে প্রকাশ্যে স্বীকার করেন যে, তারা কখনো চুক্তিগুলো কার্যকর করার ইচ্ছা পোষণ করেননি।
মুখপাত্র বলেন, ম্যাক্রোঁর উচিত তার পূর্বসূরী...ওলাঁদকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানানো যাতে তিনি তার সাথে আন্তরিকভাবে কথা বলতে পারেন। তারপর তিনি সম্ভবত ওলাঁদের কাছ থেকে শুনতে পাবেন যে, ফ্রান্সের প্রতিনিধিত্ব করার সময় মিনস্ক চুক্তি বাস্তবায়নের কোনো ইচ্ছা ছিল না। ওলাঁদের সাথে কথা বলার পর, ম্যাক্রোঁকে তাদের বিভ্রান্ত করার জন্য নিজস্ব জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।