মাস্কের এক্সে বিভ্রাটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ১৪:২৭

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যাপক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল জুড়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাজারো ব্যবহারকারী এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছেন। মাস্কের দাবি সাইবার হামলার কারণেই এই বিভ্রাট তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।  
ডাউনডিটেক্টর নামক প্ল্যাটফর্ম পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, এক্সের কারিগরি সমস্যার কারণে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকেই হাজার হাজার অভিযোগ পাওয়া গেছে।
যুক্তরাজ্যে ৮ হাজারের বেশি বিভ্রাটের অভিযোগ স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে পাওয়া যায়, যা সোমবার সকালে সংক্ষিপ্ত কিন্তু লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল।
কিছু ব্যবহারকারী বিকেল পর্যন্ত সংযোগ সমস্যার সম্মুখীন হন।
সোমবারের বিভ্রাট চলাকালীন অনেক ব্যবহারকারী অ্যাপ এবং ডেস্কটপ সংস্করণে প্ল্যাটফর্মটি অ্যাক্সেস করতে গিয়ে লোডিং আইকন দেখতে পান।
মাস্ক দাবি করেছেন, এই বিভ্রাট ‘ইউক্রেন অঞ্চলের’ একটি বৃহৎ সাইবার হামলার কারণে হয়েছে।
তবে ইউক্রেন এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কে অতীতে সমালোচনামূলক মন্তব্য করা মাস্ক এই দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি এবং তিনি বলেননি এটি কোনও রাষ্ট্রীয় সংস্থার কাজ কি না।
তিনি এক্সে লিখেছেন, ‘এটি হয়তো কোন বৃহৎ, সমন্বিত দল অথবা একটি দেশ দ্বারা পরিচালিত।’
বিবিসি ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেন দূতাবাসের কাছে মন্তব্য চেয়েছে।
মাস্ক ফক্স বিজনেস চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ঠিক নিশ্চিত নই যে আসলে কী ঘটেছে। তবে একটি বিশাল সাইবার-আক্রমণ হয়েছে, যা এক্সের সার্ভারকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং এর আইপি ঠিকানাগুলো ইউক্রেন অঞ্চল থেকে এসেছে।
ওয়েব সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লক্সের পরিচালক আলপ টোকার বলেন, তাদের নিজস্ব তথ্য-উপাত্ত ইঙ্গিত দেয় যে এটি একটি সাইবার হামলার ফল হতে পারে।
তিনি বিবিসিকে বলেন, ওয়েবসাইট, সার্ভার, বা অনলাইন পরিষেবাকে অতিরিক্ত পরিমাণে ইন্টারনেট ট্রাফিক দিয়ে অকার্যকর করে ফেলার প্রচেষ্টার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।
মাস্ক আগেও দাবি করেছেন যে এক্স এ ধরনের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে।