পেরুতে জনপ্রিয় গায়ককে হত্যার পর ব্যাপক বিক্ষোভের মধ্যে রাজধানীতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। সোমবার (১৭ মার্চ) জরুরি অবস্থা জারির পর ব্যাপক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
দিনা বলুয়ার্তের সরকার একটি ডিক্রি প্রকাশ করে বলেছে, জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। কর্তৃপক্ষ সমাবেশ ও চলাচলের স্বাধীনতাসহ কিছু অধিকার সীমিত করবে।
পেরুতে সাম্প্রতিক মাসগুলোতে হত্যা, সহিংস চাঁদাবাজি এবং জনসমাগম স্থানে হামলা বৃদ্ধি পেয়েছে। পুলিশ ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ৪৫৯টি হত্যাকাণ্ডের খবর দিয়েছে। শুধুমাত্র জানুয়ারিতে ১৯০৯ জন চাঁদাবাজির খবর এসেছে। এরই মাঝে গত সপ্তাহে কাম্বিয়া ব্যান্ড আর্মোনিয়া ১০-এর ৩৯ বছর বয়সী প্রধান গায়ক পল ফ্লোরেসের হত্যার পর ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
কংগ্রেসে বিরোধী আইনপ্রণেতারা স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান হোসে সান্তিভানেজের বিরুদ্ধে অনাস্থা ভোটের অনুরোধ করেছেন। তারা বলছেন, ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে পরিকল্পনার অভাব রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত রোববার ভোরে রাজধানী লিমায় একটি কনসার্টের পর ফ্লোরেস এবং তার ব্যান্ডমেটরা বাসে করে যাচ্ছিলেন। সেই বাসের মধ্যে হামলাকারীরা গুলি করে ফ্লোরেসকে হত্যা করে। জনপ্রিয় গায়কের ওপর আক্রমণটি সপ্তাহান্তে একমাত্র সহিংস ঘটনা ছিল না। আগের দিন শনিবারও রাজধানীর একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন আহত হয়।