অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ডেভিড রোয়েটের গোপন একটি ভিডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। সেখানে তিনি জোর দিয়ে বলেছেন, গাজার ফিলিস্তিনি শিশু-কিশোরদের যদি অস্ত্র হাতে দেখা যায়, তবে তাদের হত্যা করা উচিৎ।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ভিডিও রেকর্ডিংটি গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০ মার্চ তারিখের দুই মিনিটের এই গোপন ভিডওটি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে রোয়েটের রুদ্ধদ্বার বৈঠকের সময় ধরা পড়েছে বলে মনে হয়।
ভিডিওতে রাষ্ট্রদূতকে ফিলিস্তিনি এলাকায় বেসামরিক হতাহতের খবর না প্রকাশ করতে শোনা যায়। তিনি বলেন, গাজায় কেউ নিরপেক্ষ নয়। সেখানে যদি কেউ অস্ত্র হাতে থাকে, এমনকি ১৬ বছর বয়সী হলেও… বা ১৭ বছর বয়সী কিশোরের হাতেও যদি থাকে, তাকে হত্যা করা উচিত, তাকে শেষ করে দেওয়া উচিত।
রোয়েট এরপর সতর্ক করে বলেন, যদি ইউরোপীয় ইউনিয়ন পাগলামির পর্যায়ে গিয়ে গাজা পুনর্নির্মাণে সহায়তা দেয়, তাহলে ইসরায়েলকে আবারও গাজাকে ধ্বংস করতে হবে।
বৈঠকে ভিডিও যিনি রেকর্ড করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি রাষ্ট্রদূতের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, মি. রোয়েট যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন তার শান্ত কণ্ঠ দেখে আমার বমি বমি লাগছিল। শিশুদের জন্য হত্যার পরামর্শ দেওয়ার সময় কেউ তাকে বাধা দেয়নি!
তিনি আরও বলেন, এটা আমাকে ভাবতে বাধ্য করেছে যে, যখন পরিবর্তন আনার ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা যুদ্ধাপরাধকে সমাধান হিসেবে দেখে, তখন এই বিষয়টি কতটা খারাপ হয়ে গেছে!
যদিও রাষ্টড়দূত রোয়েট এখনো এই রেকর্ডিংয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এই ঘটনাটি গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি সহিংসতার মধ্যে ফাঁস হলো।