মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর সবশেষ ৩০০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর এসেছে। এ অবস্থায় ত্রাণ কার্যক্রম সহজতর করার জন্য দেশটির জান্তা সরকার গৃহযুদ্ধে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
বুধবার (২ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে সামরিক বাহিনীর হাইকমান্ডের ঘোষণাটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত চলবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।
এর আগে গত রোববার সামরিক শাসনের বিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে। এর কয়েকদিন পর আজ জান্তা সরকার থেকেও এই ঘোষণা এলো।
জান্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের রাষ্ট্রের ওপর আক্রমণ করা বা পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত থাকতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত শুক্রবার দুপুরে আঘাত হানা কয়েক দশকের শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারজুড়ে হাজার হাজার ভবন ধসে পড়ে, সেতু ভেঙে যায় এবং রাস্তাঘাট ধ্বংস হয়।
জাতিসংঘের মতে, ৩০ লক্ষেরও বেশি মানুষ ইতোমধ্যে দেশটিতে তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ২ কোটি মানুষ দুর্যোগের মুখোমুখি হয়ে আছে ভূমিকম্পের আগে থেকেই।