গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ২

ডেস্ক রিপোর্ট
  ০৭ এপ্রিল ২০২৫, ১৩:১৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদকর্মীদের তাঁবুতে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এক সাংবাদিকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক নিহত ওই যুববককে ইউসুফ আল-খাজানদার বলে শনাক্ত করেছে। এর আগে এই হামলায় সাংবাদিক হেলমি আল-ফাকাউয়ি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন সাংবাদিক।
আহতরা হলেন- আহমাদ মনসুর, হাসান এসলাইহ, আহমাদ আল-আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি ও মাহমুদ আওয়াদ।