পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৩, ১৪:০৭

ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পের একটি মসজিদে বিমান হামলা হয়েছে। রবিবার ভোরের দিকে মসজিদের কমপাউন্ডে হামাস ও ইসলামিক জিহাদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।  এ ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘জেনিন শরণার্থী ক্যাম্পের আল-আনসার মসজিদে অভিযানে হামাস ও ইসলামিক জিহাদের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। তারা মসজিদের কমপাউন্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যেরভিত্তিতে অভিযান চালানো হয়।’
সামাজিক মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলায় মসজিদটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে ছুটে আসতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদের।
অবরুদ্ধ গাজা উপত্যকার অন্যান্য স্থানেও রবিবার রাতে হামলা চালায় ইসরায়েল। গত ৮ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হন। এর জেরে ইসরায়েলি বাহিনীর ধারবাহিক হামলায় মৃত্যু নগরীতে পরিণত হয়েছে গাজা। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বিমান হামলায়। গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখের বেশি।
এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে মিসরের রাফাহ সীমান্তে দিয়ে ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে কায়রো। কিন্তু গাজার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য এই ত্রাণকে মহাসমুদ্রে এক ফোঁটা পানি বলছে জাতিসংঘ।