ইউক্রেনের খারকিভে রুশ হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৩, ১৪:১৭

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই পেশায় ডাক বিভাগের কর্মী। একই হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।
শনিবার (২১ অক্টোবর) মধ্যরাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য খারকিভের একটি ডাক কোম্পানির বিতরণ কেন্দ্রে রাশিয়া এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খারকিভে নোভা পোশতার ডাকঘর অফিসে হামলা হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।
হামলার পর ওই ডাকঘরের বেশ কিছু ছবিও প্রকাশ করেছেন জেলেনস্কি। তার অ্যাকাউন্টে পোস্টকৃত এসব ছবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবনটি দেখা যাচ্ছে।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, নিহতরা সবাই ডাক কোম্পানিতে কাজ করত। বার্তা বিনিময় মাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, নিহতদের বয়স ১৯-৪২ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে,হামলা নিয়ে রাশিয়া এখনও মন্তব্য করেনি।
খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটি ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকেই ভারী বোমা হামলার শিকার হয়ে আসছে।