জার্মানির সামরিকীকরণ ইউরোপে জাতীয়তাবাদের উত্থান ঘটাতে পারে

ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন
ডেস্ক রিপোর্ট
  ১১ এপ্রিল ২০২৫, ২০:১৫

সামরিক শক্তি বাড়ানোর জন্য জার্মানির বৃহত্তর প্রচেষ্টা ইউরোপে জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধিতে অবদান রাখতে পারে। সেই সঙ্গে এটি মার্কিন প্রভাবকে দুর্বল করতে পারে এবং মহাদেশটিতে ক্ষমতার ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন এমনটি বলছে।
ম্যাগাজিনের মতে, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর জার্মানি 'এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র আর নির্ভরযোগ্যভাবে ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তায় থাকবে না'। এই লক্ষ্যে সরকারি ব্যয়কে সীমাবদ্ধ করে - এমন ঋণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার।
ম্যাগাজিনটি বলছে, এটি জার্মানির জন্য সামরিক ব্যয় বৃদ্ধির দরজা খুলে দেবে এবং বার্লিন মার্কিন সহায়তার ওপর নির্ভরতা ত্যাগ করতে পারবে।
ফরেন অ্যাফেয়ার্স উল্লেখ ম্যাগাজিন করেছে, জার্মানির সামরিক সম্প্রসারণ ইউরোপের জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। এটি বার্লিনকে 'নতুন স্বাধীনতা' দেবে এবং শক্তিশালী জার্মান সেনাবাহিনী ইইউতে ক্ষমতার ভঙ্গুর ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারে। প্রতিবেশীদের মধ্যে এবং ভবিষ্যতে জার্মানিই জাতীয়তাবাদের উত্থানের দিকে পরিচালিত করতে পারে।
ম্যাগাজিনটি পরামর্শ দিয়েছে, যদি 'নতুন জার্মানিতে' উগ্র জাতীয়তাবাদী রাজনীতিবিদরা ক্ষমতায় আসেন, তাহলে তারা দেশের সীমানা পুনর্নির্মাণের চেষ্টা করতে পারেন, অথবা 'সামরিক ব্ল্যাকমেইল' করতে পারেন।
২২ মার্চ জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার একটি সাংবিধানিক সংশোধনীতে সই করেছেন। এর ফলে ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যয় এবং ৫০০ বিলিয়ন ইউরোর একটি বিশেষ অবকাঠামো তহবিলের জন্য তথাকথিত ঋণ-বিরতি শিথিল হবে। বিশেষজ্ঞরা এই আর্থিক প্যাকেজটিকে ঐতিহাসিক বলে মনে করেন। কারণ, মোট বিনিয়োগের পরিমাণ এক থেকে দেড় ট্রিলিয়ন ইউরো হতে পারে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মতে, জার্মানি সামরিকীকরণের পথ তৈরি করেছে এবং চার বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত ৮০০ বিলিয়ন ইউরো পুনর্সজ্জিতকরণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঋণ আদায়ের পরিকল্পনা করছে।
তিনি জোর দিয়ে বলেন, সাংবিধানিক নিষেধাজ্ঞা সত্ত্বেও জার্মানিতে নাৎসি মতাদর্শের প্রকাশ বৃদ্ধি পাচ্ছে।
৪ মার্চ ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেন, তিনি ইইউ নেতাদের কাছে ৮০০ বিলিয়ন ইউরোর বাজেটের মাধ্যমে এই সংস্থাকে পুনর্গঠনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছেন। এতে শর্ত দেওয়া হয়েছে, ইউরোপীয় কমিশন ইইউ'র সামরিক শিল্পে ১৫০ বিলিয়ন ইউরো বিনিয়োগের জন্য প্যান-ইউরোপীয় ঋণ গ্রহণ করবে। এই কৌশলে ইইউ দেশগুলোর সামরিক চাহিদার জন্য বিনিয়োগকে উদ্দীপিত করার (২০৩০ সালের মধ্যে ৬৫০ বিলিয়ন ইউরো) পরিকল্পনা করা হয়েছে।