দক্ষিণ গাজায় ইসরায়েলি বর্বর বিমান হামলায় ২২ বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী খালেদ জাউরুব নিহত হয়েছেন। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে লাইভ প্রতিবেদনে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য এই শিল্পী পরিচিত ছিলেন। ২০১৫ সালে সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয়কেন্দ্রের একটি তাঁবুতে ইসরায়েলি বোমা আঘাত হানে। এ হামলায় জাউরুব মারা যান।
গাজার খান ইউনিসে পাঁচজন নিহত, বেশ কয়েকজন আহত
ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনিসের খুজা'আ শহরে আজ সোমবার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী, হতাহতদের স্থানীয় ইউরোপীয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্য একটি ঘটনায়, রাফাহ উপকূলে ইসরায়েলি গুলিতে একজন জেলে আহত হন। অন্যদিকে, ইসরায়েলি সেনারা রাফার উত্তরাঞ্চলে আরও আবাসিক বাড়িঘরে বোমা ফেলছে।
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে
ওয়াফা সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, জেনিনের পশ্চিমে আল-ইয়ামুন শহরে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাবলুসের উত্তর-পশ্চিমে সেবাস্তিয়া শহর থেকে আরও দুই যুবককে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
পৃথক অভিযানে নাবলুসের পূর্বে আসকার আল-জাদিদ শরণার্থী শিবির থেকে একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং বেথলেহেমের পশ্চিমে বেইত জালা শহরে আরেকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি
ইসরায়েলি সামরিক কারাগার থেকে মুক্তি পাওয়া নয়জন ফিলিস্তিনি বন্দী সোমবার গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহতে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালে পৌঁছেছেন।
আল-জাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ বন্দীদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে।