পশ্চিমা মিডিয়ার দ্বিচারিতার তীব্র নিন্দা জানিয়েছেন জর্ডানের রানি রানিয়া। তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনে পশ্চিমা গণমাধ্যমগুলো দ্বিমুখী আচরণ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ছয় হাজারেরও বেশি মানুষ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে রানি রানিয়া বলেন, বিশ্বের দ্বিমুখী আচরণ খুবই হতাশাজনক। ৭ অক্টোবর যা হয়েছে সেটার তীব্র নিন্দার তুলনায় আজ যা হচ্ছে তার নিন্দা খুবই কম।
তিনি প্রশ্ন তোলেন, ‘কেন অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে না। আমরা দেখছি কি ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।’
সব সময় ইসরায়েলের পক্ষ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, আধুনিক ইতিহাসে প্রথমবার আমরা এমন মানবিক সংকট দেখছি। কিন্তু কেউই যুদ্ধবিরতির কথা বলছে না।