ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ মে ২০২৫, ২২:৫৫

ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে সরগরম হয়ে উঠেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। বুধবার ভারত-পাকিস্তানের সংঘাত নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন দলের সদস্যরা এই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাজ্যকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হামিশ ফ্যালকনার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বলেছেন, ভারত এবং পাকিস্তান উভয়ের প্রতি আমাদের ধারাবাহিক বার্তা হলো সংযম প্রদর্শন করা। খবর বিবিসির। 
দ্রুত কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য তাদের সংলাপে অংশ নেওয়া উচিত বলে জানিয়েছেন ফ্যালকনার।
তিনি বলেন, সাধারণ মানুষের প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। যদি উত্তেজনা আরও বেড়ে যায় তাহলে কেউই জিতবে না।
ফ্যালকনার আরও বলেন, এবার প্রতিটি পক্ষকে জরুরি ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে মনোযোগ দিতে হবে।
তিনি বলেন, যুক্তরাজ্য উত্তেজনা কমাতে এবং কূটনীতিতে পূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে করা বৈঠকে জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা শতাধিক। পহেলগামে হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতের।
রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের এই অপারেশন চলমান। অর্থাৎ যে কোনো হামলার জবাব দিতে দেশটি প্রস্তুত।
তিনি বলেন, ভারত সরকার আর হামলা চালাতে চায় না। তবে শত্রুর চালানো যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়া হবে।
এদিকে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, গত রাতে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত ভুল করেছে, তাদের এর মূল্য দিতে হবে। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
জাতির উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, ‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন...একটি দেশ যারা তাদের মাতৃভূমির জন্য লড়াই করতে জানে।’
ভারতীয় জেট বিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের প্রতি আমাদের জবাব’। তবে জেট বিমান ভূপাতিত করার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।