ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নেওয়া হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমার শরীরে রক্ত নয়, আমার শিরায় সিঁদুর ফুটছে।
বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বিকানেরে এক জনসভায় এ কথা বলেন মোদি।নরেন্দ্র মোদি বলেন, ‘২২ এপ্রিলের হামলার জবাবে ভারতীয় বাহিনী ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের ৯টি বড় আস্তানা ধ্বংস করে দিয়েছে।'
সন্ত্রাসবাদ মোকাবেলায় নিজের সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মোদি বলেন, ‘বিশ্ব এবং দেশের শত্রুরা এবার দেখতে পেয়েছে, যখন সিঁদুর বারুদের রূপ নেয়, তখন কী ঘটে। আমার শরীরে রক্ত নয়, শিরায় সিঁদুর ফুটছে।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ঐক্যবদ্ধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ওই গুলি (পহেলগাম হামলার) ১৪০ কোটি ভারতীয়কে আঘাত করেছে। আমরা সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছে এবং সশস্ত্র বাহিনী পাকিস্তানকে নতজানু করে দিয়েছে।’
নরেন্দ্র মোদি এদিন অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত দেশনোক স্টেশনের উদ্বোধন করেন এবং বিকানের-মুম্বাই এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন।
স্টেশন উদ্বোধনের পর তিনি স্কুলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। দেশনোকের করণী মাতা মন্দিরে প্রার্থনাও করেন নরেন্দ্র মোদি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সেনা কনভয়ে ভয়াবহ হামলার ঘটনায় কয়েকজন ভারতীয় সেনা নিহত হন। এরপর থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে। এই প্রেক্ষাপটে ‘অপারেশন সিঁদুর’-এর কথা প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী মোদি।
সূত্র: এনডিটিভি