ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন না করলে যুক্তরাষ্ট্র ‘মারাত্মক’ আঘাতের শিকার হবে।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল আশতিয়ানি লেখেন, আমেরিকানদের প্রতি আমাদের পরামর্শ হলো- অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করুন এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন করুন। অন্যথায় তাদের ওপর কঠোর আঘাত হানা হবে।
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সাম্প্রতিক দিনগুলোতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় এবং সাম্প্রতিক মাসগুলোতে ইহুদিবাদী শাসকদের হাতে রেকর্ড সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ‘আল-আকসা বন্যা’ নামে একটি আকস্মিক অভিযান চালায়।
এরপর ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে ইহুদি সরকার। তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করে যাতে ১০ হাজারের বেশি বেসামরিক নারী ও শিশু নিহত হয়েছে।