বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নে পৌঁছেছে। নতুন সন্তান জন্মদানে অনীহা থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত বেশি জীবনকালের কারণে বিশ্বে জনসংখ্যা বাড়ছেই। তবে বৃদ্ধির হার ক্রমেই কমে আসছে। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরো বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
ব্যুরোর গণনামতে গত ২৬ সেপ্টেম্বর বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছোঁয়।
জাতিসংঘ অবশ্য ১০ মাস আগেই বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়নে পৌঁছায় বলে জানিয়েছেন। ২০২২ সালের ২২ নভেম্বর দিনটিকে সে জন্য ৮ বিলিয়ন দিবস' হিসেবেও ঘোষণা করা হয়।
তবে কিছু কিছু দেশ ভিন্ন ভিন্ন ভাবে তাদের জনসংখ্যা গণনা করায় এবং কোনো কোনো দেশ একেবারেই আদমশুমারি না করায় এই ভিন্নতা দেখা দিয়েছে। অনেক দেশেই এখনো জন্ম ও মৃত্যুর রেকর্ড রাখা হচ্ছে না। ভারত ও নাইজেরিয়ার মতো বৃহৎ জনসংখ্যার দেশে এক দশকেরও বেশি সময় ধরে আদমশুমারি করা হয় নি।
সহস্রাব্দের শুরুতে বিশ্বের জনসংখ্যা ৬ বিলিয়ন হয়। এর পর গত ২৩ বছরে তা ৮ বিলিয়নে পৌঁছালো। এর আগে ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যে ৪০ বছরে বিশ্বের জনসংখ্যা দ্বিগুন হয়ে যায়।
মানুষের জীবৎকাল বেড়ে যাওয়াই সাম্প্রতিক জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। বর্তমানে পৃথিবীর মানুষের গড় বয়স ৩২ বছর। যা ২০৬০ সাল নাগাদ ৩৯ বছরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।