হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৩, ১৩:০৭

পূর্ব ভূমধ্যসাগরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৫ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রশিক্ষণের সময় হেলিকপ্টরটি রিফুয়েলিং করতে গিয়ে দুর্ঘটনা শিকার হয়।
বিবিসির খবরে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। এরই অংশ হিসেবে এ প্রশিক্ষণ চলছিলো।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সৈন্যদের প্রতি শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার (১৩ নভেম্বর) হেলিকপ্টারটি বিধ্বস্তের খবর শোনা যায়। এরপরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি উড্ডয়নের পর ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানা যায়নি।
গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী এয়ারক্রাফট মোতায়েন করে। এ ঘটনার পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে, তেল আবিবের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। তড়িৎ গতিতে রণতরী পাঠিয়ে দেয় বাইডেন।
সূত্র: বিবিসি