বিজেপি এমপির গাড়িতে বোমা হামলা

অনলাইন ডেস্ক
  ২০ মার্চ ২০২২, ১৪:০১
আপডেট  : ২৭ মার্চ ২০২২, ১০:০২

ভারতের পশ্চিমবঙ্গে রানাঘাট আসনের বিজেপি থেকে নির্বাচিত এমপির গাড়ি লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।


কল্যাণী থেকে রানাঘাট ফিরছিলেন বিজেপির এমপি জগন্নাথ সরকার। মোহনপুর ফাঁড়ির কাছে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।

বোমা হামলায় তৃণমূল জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। কল্যাণী থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখে রানাঘাটের বাড়িতে ফিরছিলেন জগন্নাথ।

তার অভিযোগ, হরিণঘাটার মোহনপুর ফাঁড়ির কাছে তার গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়। তার মধ্যে একটি বোমা ফাটে।

 

তবে বিজেপির এ অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, জগন্নাথ যে ওই পথ দিয়ে যাবেন, তা কি তিনি তৃণমূলকে জানিয়ে রেখেছিলেন?

তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, জগন্নাথবাবু অত্যন্ত দুর্বল চিত্রনাট্য সাজিয়েছেন। এর পর থেকে চিত্রনাট্য আরও ভালো করার দিকে মন দিতে বলব।
 
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এ রাজ্যে আইনশৃঙ্খলা বলে আর কিছু অবশিষ্ট নেই। তাই বিরোধী দলের এমপির গাড়িতে হামলা হয়। আমরা গোটা ঘটনাটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাচ্ছি।