ওয়াশিংটনের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আলোচনায় মস্কো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিদ্যমান কূটনৈতিক চ্যানেলেই হবে দুই দেশের মধ্যে এ আলোচনা। খবর আল জাজিরার।
এর আগে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে ছাড়াতে একটি প্রস্তাবে রাজি হওয়ার জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র ‘একটি বাস্তবিক প্রস্তাব’ দিয়েছে।
বৃহস্পতিবার গ্রিনারকে মাদক মামলায় ৯ বছরের সাজা দিয়েছেন রাশিয়ার একটি আদালত। আরও আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সাবেক নৌ সেনা পল হুইলানকে ১৬ বছরের জেল দেওয়া হয়। তার যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও আইরিশ পাসপোর্ট রয়েছে। যার বিরুদ্ধে আনা হয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগ।
কিরবি প্রস্তাবের বিষয়ে বিস্তারিত না বললেও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, এ দুই জনকে ছেড়ে দেওয়ার বদলে ‘মার্চেন্ট অব ডেথ’ হিসেবে পরিচিত ভিক্টর বাউটকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে। যাকে যুক্তরাষ্ট্রে ২৫ বছরের জেল দেওয়া হয়েছিল।
কিন্তু রয়টার্সের তথ্যমতে, বন্দি বিনিময় প্রস্তাবের মধ্যে রাশিয়া সাজাপ্রাপ্ত খুনি ভাদিম ক্রাশিকভকেও অন্তর্ভুক্ত করতে চায়। যিনি জার্মানির কারাগারে বন্দি রয়েছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, আমরা এ বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত আছি। তবে তা হবে একটি কাঠামোর মধ্যে, যে বিষয়ে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাইডেন সম্মত হয়েছিলেন।