রাজীব গান্ধী হত্যায় অভিযুক্ত শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৬

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত শ্রীলঙ্কার নাগরিক সান্তান মারা গেছেন। চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট মেডিকেল কলেজে মারা যান তিনি। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। ওই হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। খবর এনডিটিভি।
রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত হলেও ২০২২ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট মুক্তি দেন সান্তানকে। তিনি চেন্নাইয়ের ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকালে সেখানে মারা যান তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের ডিন ই. থেরানিরাজন। 
তিনি বলেন, তার ময়নাতদন্ত করা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পাঠিয়ে দেয়া হবে শ্রীলঙ্কায়। ১৯৯১ সালে তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়।
হত্যায় জড়িত থাকার কারণে তিনি ২০ বছর জেল খাটেন। তারপর ২০২২ সালে সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দেন। মুক্তি পাওয়া অন্য তিন অভিযুক্তের সঙ্গে তিনি ভারতের ত্রিচি’তে স্পেশাল ক্যাম্পে অবস্থান করছিলেন।