নিরাপত্তা সম্মেলনে পুতিন

আধিপত্য দেখাতে যুদ্ধ দীর্ঘায়িত করছে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ আগস্ট ২০২২, ১৩:২৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমি চাইলে যে কোনো সময় ইউক্রেন থেকে সেনা ফিরিয়ে নিতে পারি। কিন্তু যুক্তরাষ্ট্র তার আধিপত্য দেখাতে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে।
গতকাল মঙ্গলবার মস্কোতে একটি নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্র সম্পর্কে পুতিন আরও বলেন, আধিপত্য বজায় রাখতে সংঘাত তৈরির প্রয়োজন তাদের। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একইভাবে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় সংঘাত ছড়ানোর চেষ্টা করছে।
শীর্ষ রুশ বিশেষজ্ঞরা বলছেন, পুতিন ইউক্রেনকে রাশিয়ার অংশ হিসেবে দেখেন এবং ইউক্রেনে জয়ের লক্ষ্য থেকে কখনো হাল ছাড়বেন না।
পুতিন বলেন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফর শুধু তাইপের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে হয়নি। যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ওই সফর ছিল খুবই উদ্দেশ্যমূলক, কৌশলগত ও উসকানিমূলক একটি পদক্ষেপ।