মিয়ানমারে অন্তরীণ সুচির ৯ কোটি ডলারের বাড়ি কিনছে না কেউ

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ মার্চ ২০২৪, ১৪:৫৯

মিয়ানমারের অন্তরীণ নেতা অং সান সুচি-র ইয়াঙ্গুনের পৈত্রিক বাড়ির নিলাম হয় বুধবার৷ কিন্তু তাতে অংশ নিতে আসেননি কেউ৷ এই বাড়ির সর্বনিম্ন দাম ধরা হয় নয় কোটি ডলার৷স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রায় দুই একর জায়গার ওপর ইয়াঙ্গুনের ইনিয়ে লেকের ওপর এই বাড়িটি কিনতে কেউ আসেননি৷ সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিলাম হয়৷
বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘কেউ আসেননি, তাই নিলামের দায়িত্বে থাকা কর্মকর্তা চলে গেছেন৷''সুচি-র ভাই অং সান উয়ের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ এই বাড়িটি নিয়ে৷ ১৯৪৭ সালে সুচির বাবা মিয়ানমারের স্বাধীনতার নেতা জেনারেল অং সান নিহত হবার পর তার মা খিন কি ছেলে-মেয়ের নামে বাড়িটি দিয়ে দেন৷
২০০০ সালে অং সান উ বাড়িটির অংশ পেতে আদালতে মামলা করেন৷ আদালত ২০১৬ সালে সম্পত্তিটি দুই ভাই-বোনের নামে সমানভাবে ভাগ করার রায় দেন৷ অং সান উ এই বাড়ি বিক্রি করে অর্থ ভাগাভাগি করার জন্য এরপর বেশ কয়েকবার আদালতে যান৷ কিন্তু আদালতে তা গ্রাহ্য হচ্ছিল না৷অবশেষে ২০২১ সালে মিলিটারি সুকিকে ক্ষমতা থেকে সরিয়ে আটক করার পর আদালত উয়ের বিশেষ আপিলের প্রেক্ষিতে নিলামের অনুমতি দেয়৷
নোবেল জয়ী সুচি এখন নানা অপরাধে ২৭ বছরের জেল খাটছেন৷ তাকে কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি৷তিনি ব্রিটেন থেকে মিয়ানমার ফেরার পর ইনিয়ে লেকের পাড়ের বাড়িটিতেই থাকতেন৷ এমনকি ১৫ বছর ধরে তিনি এই বাড়িতেই অন্তরীণ ছিলেন৷
২০২০ সালের নির্বাচনে তার দল জেতার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমার সেনাবাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে৷ সুচিসহ তার দল এনএলডির আরো কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে৷