রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণা

১০ সন্তানের মা হলেই পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ আগস্ট ২০২২, ১২:০৫

দেশের জনসংখ্যা বাড়াতে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১০ বা তার বেশি সন্তান ধারণের জন্য নারীদের ১৬ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বা তার বেশি সন্তান হলে নারীদের এই পুরস্কারের প্রচলন ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক হারে জনসংখ্যা কমে যাওয়ায় ১৯৪৪ সালে বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি বন্ধ হয়ে গিয়েছিল। ১০ বা এর অধিক সন্তান ধারণ করা নারীদের ‘মাদার হিরোইন’বলা হয়।
করোনা মহামারি ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ায় জনসংখ্যা কমেছে। রাশিয়ার জনসংখ্যা সঙ্কট দূর করতে এই প্রয়াস।
পুতিন অবশ্য পুরস্কারের জন্য শর্ত বেঁধে দিয়েছেন। কোনো নারীর ১০ নম্বর সন্তানের জন্মের দিনে বাকি ৯ সন্তান জীবিত থাকে, তাহলে তাকে ১৬ হাজার ডলার বা  ১০ লাখ রবেল (রাশিয়ার মুদ্রা) দেওয়া হবে।