জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তার সংস্থা রাশিয়ার খাদ্য ও সার বিশ্ববাজারে পৌঁছানোর বাধা দূর করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করছে। শনিবার (২০ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুল শহরে রপ্তানি সমন্বয়ের একটি কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন। গুতেরেস বলেন, ২০২২ সালে সার ছাড়া ২০২৩ সালে পর্যাপ্ত খাবার উৎপাদন করা সম্ভব হবে না। বিশ্ববাজারে খাদ্য ও সারের দাম কম রাখতে হলে অবশ্যই ইউক্রেন ও রাশিয়া থেকে খাদ্য ও সার বাজারে আনতে হবে। আর এই কাজটি খুব গুরুত্বপূর্ণ।তিনি আরো বলেন, তুরস্কে জাতিসংঘের মধ্যস্ততায় সই হওয়া চুক্তির আওতায় এখন পর্যন্ত কৃষ্ণ সাগর বন্দর দিয়ে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন শস্য রপ্তানি করা হয়েছে।ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি খাদ্য ও সারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ওই নিষেধাজ্ঞার মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব খাদ্য ও সারের বাজারে।