রাত ১০টার পর টয়লেটে ফ্লাশ করলেই বিপদ

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ আগস্ট ২০২২, ১৩:৩৫

পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যই মূলত আইন-কানুন বা নিয়ম তৈরি হয়। কিন্তু কিছু কিছু দেশে এমন সব অদ্ভুত নিয়ম রয়েছে, যা শুনলে অবাক হয়ে যাবেন। বিশ্বে এমন দেশও আছে যেখানে গাছে উঠলেই দিতে হবে জরিমানা। আবার কোনো দেশে তো স্ত্রীর জন্মদিন ভুলে গেলে হাজতবাসের বিধান রয়েছে।
কোনো দেশে আবার রাত ১০টার পর টয়লেটে ফ্লাশ করলে রীতিমতো সমস্যায় পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই আইনগুলো অদ্ভুত আর মজার বলেই তা মানুষের মনে আনন্দের খোরাক জুগিয়ে চলেছে। এবার ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন অবলম্বনে জেনে নিন বিশ্বের নানা দেশের আজব কিছু নিয়মের কথা-
শ্রীলংকা
এই দেশে সেলফি তোলার অভ্যাস আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ, বৌদ্ধ ধর্মের এই দেশটির প্রায় সর্বত্রই বুদ্ধমূর্তি চোখে পড়ে। কিন্তু বুদ্ধমূর্তির সঙ্গে কোনো ছবি তোলা যাবে না বলে নিয়ম রয়েছে শ্রীলংকায়। আবার মূর্তির দিকে পেছন ফিরে দাঁড়িয়ে ছবি তোলাও নিষেধ। এমনটা ঘটলে পুলিশের হাতে পড়া কিন্তু অনিবার্য এই দেশে।
ওশেনিয়া
স্ত্রীর জন্মদিন কোনোভাবে ভুলে যাওয়া যাবে না এই দেশে। তাহলেই কিন্তু হতে পারে হাজতবাস। হ্যাঁ, এমনই নিয়তি ওশিয়ানিয়ার বাসিন্দা পুরুষদের। জন্মদিনে কোনো শুভেচ্ছা না জানানো কিংবা জন্মদিন পালন না করার অর্থই হলো স্ত্রীর জন্মদিন ভুলে গেছেন স্বামী। এমনটা হলে স্ত্রী সোজা থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন। তখন শাস্তি হিসেবে স্বামীকে একদিনের জন্যে হাজতে রাখে পুলিশ।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখার জন্য কড়া আইন রয়েছে। সেই আইন অনুয়ায়ী, রাত ১০টার পর টয়লেট ব্যবহার করতে গেলে রীতিমতো সমস্যায় পড়েন সেখানকার অধিবাসীরা। কারণ, তখন ফ্লাশ করার আওয়াজও নাকি গণ্য হয় শব্দদূষণ বলেই।
কানাডা
কানাডার ওশাওয়া এলাকার বাসিন্দা হলে গাছে চড়লেই দিতে হয় মোটা অঙ্কের জরিমানা।
ইতালি
ইতালির তুরিন শহরে কুকুর পুষলে জরিমানা দিতে হতে পারে। আসলে কোনো প্রাণীকে কেবল নিজের শখ মেটানোর জন্য পুষলেই হবে না, তার দেখভাল ঠিকমতো করা হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখে এই শহর। তাই কেউ কুকুর পুষলে দিনে অন্তত তিনবার পোষ্যটিকে বাড়ির বাইরে খোলা পরিবেশে নিয়ে যাওয়াই নিয়ম সেখানে। অন্যথায় মোটা অঙ্কর জরিমানা দিতে হয় সেখানে।
এদিকে, ইতালির ভেনিস শহরের বিখ্যাত সেন্ট মার্ক স্কোয়ারে বাস করে প্রচুর পায়রা। স্মৃতিস্তম্ভের গায়ে যাতে তারা মলত্যাগ না করে, সে কারণে সেখানকার কোনো পায়রাকে এক বিন্দুও খাবার দেওয়া যাবে না। এ কাজ করলে আপনার কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়া
ঘরের বাতি বদল করার জন্যও লাইসেন্স থাকতে হবে, এমনই নিয়ম রয়েছে অস্ট্রেলিয়ায়। ইলেকট্রিকের যে কোনো কাজ এমনকি কারও বাড়িতে লাইট বা বাল্ব খারাপ হলেও লাইসেন্স ছাড়া তা ঠিক করতে পারবেন না কেউ।